BRAKING NEWS

দেশে লাগু নয়া ফৌজদারি আইন, দিল্লিতে প্রথম গ্রেফতার এক হকার

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): সোমবার, ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন ফৌজদারি আইন। আর প্রথম দিনেই দিল্লির এক হকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। রাস্তা আটকে বেআইনিভাবে জিনিস বিক্রির অভিযোগে দিল্লি রেল স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম পঙ্কজ কুমার। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে, রেলস্টেশন লাগোয়া কমলা মার্কেট ফুটব্রিজের কাছে। নতুন ফৌজদারি আইনের ২৮৫ ধারায় ওই হকারকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে টহল দেওয়ার সময় রাস্তায় ওই হকারকে তামাক ও জলের বোতল বিক্রি করতে দেখেন এক পুলিশ কর্মী। তিনি তখন হকারকে স্টলটি সরানোর নির্দেশ দেন। কিন্তু তা মানতে রাজি হননি ওই হকার। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *