কলকাতা, ৩০ জুন (হি.স.): কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার দমদমে বিজেপির বিরাটি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মুজমদার।
বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার রবিবার সকালে উত্তর দমদম পুরসভার পার্শ্বস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন।