নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর জীবনযাত্রার ওপর একাধিক বই প্রকাশ করেছেন। রবিবার ভার্চুয়ালি নাইডুর জীবন ও যাত্রার ওপর তিনটি বই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আগামীকাল, ১ জুলাই বেঙ্কাইয়া নাইডুজির জন্মদিন। তাঁর জীবনযাত্রা ৭৫ বছর পূর্ণ করছে। এই ৭৫ বছর অসাধারণ প্রাপ্তি, এই ৭৫ বছর আশ্চর্যজনক মাইলফলকে পরিপূর্ণ।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমি আনন্দিত যে আজ তাঁর জীবনীর সঙ্গে সম্পর্কিত আরও দু’টি বই প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমি আত্মবিশ্বাসী যে এই বইগুলো মানুষকে অনুপ্রাণিত করবে এবং দেশের সেবা করার সঠিক দিক নির্দেশনা দেবে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি এবং আমার মতো হাজার হাজার কর্মী বেঙ্কাইয়াজির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এটি বেঙ্কাইয়া জির জীবন, চিন্তাভাবনা, দৃষ্টি এবং ব্যক্তিত্বের একটি নিখুঁত প্রতিফলন।”