নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): টি-২০ বিশ্বকাপের ট্রফি এল ভারতে। শনিবার ভারতীয় ক্রিকেট টিমের এই জয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, বিশ্বজয়ী টিমকে অভিনন্দন। দেশের জন্য গর্বের মুহূর্ত এটা। গোটা বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, টিম স্পিরিট এবং স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে ভারতের খেলোয়াড়রা। এই ঐতিহাসিক জয় গোটা দেশ গর্বের সঙ্গে উপভোগ করছে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমরা চ্যাম্পিয়ন। অভিনন্দন টিম ইন্ডিয়া। প্রতিটি হৃৎস্পন্দনে দেশের ১৪০ কোটি মানুষ এই জয় উদযাপন করছে। দেশ গর্বিত।