BRAKING NEWS

সামান্য বচসা থেকে হাতাহাতি, পান্ডুয়ায় তিন দিন পরে মৃত্যু যুবকের

পাণ্ডুয়া, ৩০ জুন (হি. স.): বাইকের সামান্য ধাক্কা। আর তা নিয়েই শুরু বচসা। সেখান থেকেই হাতাহাতি। যার ফলে প্রাণটাই খোয়াতে হল এক যুবককে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ধৃত ২। ঘটনার সূত্রপাত গত, বৃহস্পতিবার হুগলির পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়। ওই দিন সেখানে মনসা পুজো ছিল। সেই সময়ে জোরে লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকদের নিজেদের মধ্যেই ঝামেলা শুরু হয়। সেই সময়ে বন্ধুর সঙ্গে ওই রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন আশিস বাউল দাস নামের এক যুবক। ওই যুবকদের মধ্যে কোনও একজনের বাইকের সঙ্গে আশিসের বাইকের হাল্কা ধাক্কা লাগে। তারপরেই ওই যুবকেরা চড়াও হয় আশিসের উপর। প্রথমে বচসা তারপর সেখান থেকে হাতাহাতিতে পৌঁছে যায় বিষয়টি।

কোনওরকমে আশিসকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন তাঁরই বন্ধু। চোট-জখম গুরুতর না হওয়াতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু সেদিন অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই পরিস্থিতির বদল হতে থাকে। অসুস্থ হয়ে পড়েন আশিস। পরদিন শুক্রবার তাঁকে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। গতকাল, শনিবার রাতে আশিসের শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ মত তাঁকে চিকিৎসা জন্য কলকাতাতেই নিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় আশিসের। গোটা ঘটনা পুলিশকে জানায় আশিসের পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *