পোলবা, ৩০ জুন (হি. স.): শনিবার রাতে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর মাছ। আচমকা রাত সাড়ে দশটা নাগাদ সুগন্ধা মোড়ের কাছে উল্টে যায় পিকআপ ভ্যানটি। তাতেই বিপত্তি। আহত হন দুজন।
সূত্রের খবর, মেদিনীপুর থেকে দিল্লি রোড দিয়ে ওই মাছ মগড়ার কাছে একটি আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, পোলবার সুগন্ধা মোড়ের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গেছে, পিকআপ ভ্যানের চালক ও খালাসি আহত হয়েছেন। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার লোকজন, পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।