ব্রিজটাউন, ৩০ জুন (হি.স.): দক্ষিণ আফ্রিকা ফাইনালে চোকার্স ভারতকে এক পর্যায়ে কোণঠাসা করে ফেলেছিল।জয় প্রায় হাতের মুঠোয় । সেই সময় জাসপ্রীত বুমরাহ হাজির হলেন ত্রাতা হয়ে। প্রোটিয়াদের আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত।
শনিবার ব্রিজটাউনের কেনসিংটনে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে এক পর্যায়ে ম্যাচ জিততে চলা দক্ষিণ আফ্রিকা হঠাৎই স্নায়ুচাপে ভেঙে পড়ে ম্যাচ হেরে গেল। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ ১৬৯ রানে।
ফাইনালে ৭৬ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বিরাট কোহেলি ও ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন বুমরাহ।
২০০৭ সালে টি-টোয়েন্টিতে বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। সেবার ধোনির ক্যাপটেন্সিপে খেলেছিলেন রোহিত শর্মা।দীর্ঘ ১৭ বছর পর তার নেতৃত্বেই দ্বিতীয় শিরোপা জিতল ভারত।