নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.)০ : দুই সন্তানকে গাড়িতে রেখে মিষ্টি কিনতে গিয়েছিলেন বাবা-মা। তার মধ্যেই গাড়িসমেত অপহরণ করা হয় দুই শিশুকে। শুক্রবার রাত ১১টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির লক্ষ্মীনগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুদের মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ বাবা-মার। খবর পেয়ে তড়িঘড়ি অভিযানে নামে পুলিশ। শাকারপুরের ওসির নেতৃত্বে শুরু হয় তল্লাশি। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর দুই শিশু সমেত উদ্ধার হয় গাড়িটি। এছাড়া গাড়ি থেকে প্রচুর গয়না, মোবাইল ফোন উদ্ধার করেছেন তাঁরা। পুলিশের অনুমান, তাড়াহুড়োয় শিশুসমতে গাড়িটি ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
দুই শিশু অপহরণ হওয়ার বিষয়ে অতিরিক্ত ডিসিপি পূর্ব অবনীশ কুমার বলেছেন, “শিশুরা তাঁদের বাবা-মায়ের কাছে ফিরেছে, ৫০ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।”