নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই শুক্রবার সকালে মারাত্মক ঘটনা ঘটে দিল্লির বসন্ত বিহারে। তিনজন শ্রমিক একটি নির্মীয়মান ভবনের গর্তে পড়ে যান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর শনিবার সকালে উদ্ধার হয়েছে দু’জনের দেহ, এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি। এক নিখোঁজের সন্ধানে দিল্লির বসন্ত বিহারে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে এনডিআরএফ, পুলিশ ও দমকল।
উদ্ধারকারী দল জানিয়েছে, গতকাল সকালে দিল্লির বসন্ত বিহার এলাকায় তিনজন শ্রমিক একটি নির্মীয়মান ভবনের গর্তে পড়ে যান, শুক্রবার সারাদিন তল্লাশি চালালেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে দু’টি দেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ। জানা গিয়েছে, শ্রমিকরা ঘটনাস্থলের কাছে অস্থায়ী কুঁড়েঘরে বসবাস করতেন এবং প্রবল বৃষ্টির কারণে ঝুপড়িগুলো গর্তে ধসে পড়ে।