BRAKING NEWS

মাসুম আহমেদের হ্যাটট্রিক, জয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত হ্যাটট্রিক মাসুম আহমেদের। সতীর্থ চারজনের আরও চারটি গোল। সব মিলে সাত গোলের ব্যবধানে দুরন্ত জয় পেয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। এক কথায় জয়ে ফিরেছে স্বামী বিবেকানন্দ ক্লাব, উমাকান্ত কোচিং সেন্টার কে হারিয়ে। প্রথম ম্যাচে আমরা ক-জনাকে ছয় গোলে হারিয়ে স্বামী বিবেকানন্দ ক্লাব দারুন সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে বিবেকানন্দ ক্লাবের বিরুদ্ধে ০-৫ গোলে হেরে কিছুটা পয়েন্ট খোয়াতে হয়েছে। অতঃপর আজ, শুক্রবার তৃতীয় ম্যাচের মাথায় দারুন কাম ব্যাক করেছে স্বামী বিবেকানন্দ ক্লাব। প্রথম গোল ৭ মিনিটের মাথায় মাসুম আহমেদের পা থেকে। এমনকি শেষ গোলটিও তার, খেলার ৮২ মিনিটের মাথায়। তবে মাঝখানে ত্রিশ মিনিটে মাসুমের আরও একটি গোল। কার্যত দুই অর্ধে তিনটি গোল করে মাসুমের হ্যাটট্রিক সতীর্থদের অনেকটা উজ্জীবিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল চার গোলে এগিয়েছিল। খেলার ২২ ও ৩৭ মিনিটের মাথায় যথাক্রমে আবু সিদ্দিকী ও সাজন মিয়ার গোল দলকে জয়ের দিকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৫৮ মিনিটের মাথায় যথাক্রমে শাহাবুদ্দিন মিয়া ও বিশাল চৌধুরীর দুই গোল দর্শকদের বেশ প্রশংসা পেয়েছে। শেষ পর্যন্ত সাত গোলে জয় ছিনিয়ে সি ফুটবল লিগে। মোটকথা জয়ে ফিরে পুরো ৩ পয়েন্ট নিয়ে স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা ঘরে ফিরেছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ ও লিটন সাহা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আমরা ক-জনা বনাম সবুজ সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *