কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল

কলকাতা, , ২৮ জুন (হি.স.) : কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল। এই নিয়ে এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ধরনায় বসার জন্য অধ্যক্ষের থেকে অনুমতি চেয়ে ওই চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফে।

এর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে। কোচবিহারের ওই বিতর্কিত ঘটনায় বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়ে তিন কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটি সভ্য সমাজের লজ্জা… আমার সঙ্গে বোনের কথা হয়েছে। তার পাশে আমরা সবাই আছি। বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভার গেটে ধরনাতে বসবেন। আমাদের দিদিভাইরা সোমবার থেকে ধরনায় বসছেন এই অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে। আশা করি, সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না। অধ্যক্ষ দুটি চোখ খোলা রাখবেন, একটি চোখ অন্তত বন্ধ করবেন না।’

প্রসঙ্গত, কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি নেতা অমিত মালব্যর ট্যুইটের থেকে বিষয়টি নজরে আসে জাতীয় মহিলা কমিশনের। তারপরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা কড়া ভাষায় এর নিন্দা জানিয়েছেন। স্থানীয় পুলিশ যাতে যথাযথ ধারায় এফআইআর রুজু করে, সেই নির্দেশও দিয়েছে জাতীয় মহিলা কমিশন। ঘটনায় অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেফতার হয় এবং যাতে ওই মহিলার যাতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে কথাও নিশ্চিত করার জন্য এক্স হ্যান্ডেলে বলেছে জাতীয় মহিলা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *