তিনদিনব্যাপী ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন হল কমলাসাগর বিধানসভায়, সহায়ক মূল্যে ধান বিক্রয় করে খুশি কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৭ জুন: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তথা খাদ্য ও জনসংভরন দপ্তরের যৌথ প্রয়াসে রাজ্যের বিভিন্ন জায়গায় ন্যূনতম সহায়ক মূলের ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে কৃষি ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট  নিউমার্কেটে ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার তিন দিনের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, সদর মহকুমা শাসক মানিক লাল দাস, ডুকলী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার  সহ অন্যান্যরা।

তিন দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচিতে  ডুকলী ব্লকের আওতাধীন সবগুলি গ্রামীন এলাকার কৃষকরা  সহায়ক মূল্যে ধান  নিয়ে উপস্থিত হচ্ছেন। সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২১ টাকা ৮৩ পয়সা মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরাও সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করে অত্যন্ত আনন্দিত।

সেকেরকোট  নিউমার্কেটে ন্যায্য মূল্যে ধান ক্রয় কর্মসূচি চলবে ২৭,২৮ এবং ২৯ জুন পর্যন্ত। তিন দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি ভাবমূর্তি এবং ধান ক্রয় কর্মসূচির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।