BRAKING NEWS

সেঙ্গল নিয়ে সপা সাংসদের মন্তব্যে তোপ বিজেপির

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): সংসদে ফের মাথাচাড়া দিয়ে উঠল সেঙ্গল বিতর্ক। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজদণ্ড প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই সেটি রয়েছে সংসদে। যদিও সেটি সংসদ থেকে সরানোর আর্জি জানিয়ে প্রোটেম স্পিকারকে চিঠি লেখেন সমজাবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী। তাঁর দাবি, সেঙ্গল আসলে রাজতন্ত্রের প্রতীক। এটি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে মানায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাই সেঙ্গলকে সরিয়ে সেই জায়গায় সংবিধানের কপি রাখা উচিত। আর সপা সাংসদের এই বক্তব্যের পরেই ক্ষোভপ্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সপা সাংসদকে প্রশ্ন করেছেন, ‘সেঙ্গল যদি রাজতন্ত্রের প্রতীক হয়, তাহলে দেশের প্রথম প্রধানমন্ত্রী কেন সেটি গ্রহণ করেছিলেন? তিনি কি সেই প্রতীক ও রাজতন্ত্রকে মেনে নিয়েছিলেন?’। বিজেপির শরিক দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেছেন, ‘কংগ্রেস ও তাঁর শরিকরা সবসময় ইতিহাসকে অবজ্ঞা করে। এই মানুষেরা ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে না। শুধুমাত্র বিভেদ সৃষ্টি করতে জানে।’ স্বাধীনতা এবং ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে লর্ড মাউন্টব্যাটনের হাত থেকে এই সেঙ্গলটি জওহরলাল নেহেরুর কাছে তুলে দিয়েছিলেন সাদিয়াপা স্বামী। এমনটাই বলছে ভারতের ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *