রিয়াসি, ২৭ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে রিয়াসি জেলার আর্নাস কৌরি এলাকায়। পুলিশ জানিয়েছে, জেকে০২বিএ-০৪৫৫ নম্বরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গাড়িটিতে মোট ৪ জন ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম-রতন সিং। আহতরা হলেন-কমল সিং, রাজ কুমার ও অতুল কুমার। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।