পাটনা, ২৭ জুন (হি.স.): নিট-ইউজি পরীক্ষার পেপার ফাঁস মামলায় দু’জনকে গ্রেফতার করল সিবিআই। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিহারের রাজধানী পাটনা থেকে দু’জনকে গ্রেফতার করল সিবিআই। নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় বৃহস্পতিবার পাটনা থেকে মনীশ প্রকাশ ও আশুতোষকে গ্রেফতার করা হয়েছে সিবিআই-এর পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে।
2024-06-27