প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের নাম ঘোষনা, অধিনায়কত্ব করবেন হরমনপ্রীত সিং

নয়াদিল্লি, ২৬ জুন (হি. স.): হকি ইন্ডিয়া বুধবার অলিম্পিকের জন্য ১৬ সদস্যের ভারতীয় পুরুষ হকি দলের নাম ঘোষণা করল। প্যারিস অলিম্পিক শুরু ২৬ জুলাই চলবে ১১ আগস্ট পর্যন্ত।

দলে থাকছেন নতুন পাঁচজন খেলোয়াড়। ডিফেন্ডার হারমানপ্রীত সিং ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার হার্দিক সিং।

প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় দল:

গোলরক্ষক:

পি আর শ্রীজেশ

ডিফেন্ডার:

জারমানপ্রীত সিং

অমিত রোহিদাস

হরমনপ্রীত সিং

সুমিত

সঞ্জয়

মিডফিল্ডার:

রাজকুমার পাল

শমসের সিং

মনপ্রীত সিং

হার্দিক সিং

বিবেক সাগর প্রসাদ

ফরোয়ার্ড:

অভিষেক

সুখজিৎ সিং

ললিত কুমার উপাধ্যায়

মনদীপ সিং

গুরজন্ত সিং

বিকল্প খেলোয়াড়:

নীলাকান্ত শর্মা

জুগরাজ সিং

কৃষাণ বাহাদুর পাঠক।

ভারতীয় হকির অভিযান শুরু ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২৯ জুলাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ। ভারত তারপরে ৩০ জুলাই এবং ১ আগস্ট যথাক্রমে আয়ারল্যান্ড এবং বেলজিয়ামের মুখোমুখি হবে, ২ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।