জয়পুর, ২৬ জুন (হি. স.): দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। নব নির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী–সহ বিরোধী দলনেতা সকলেই।শুভেচ্ছা জানালেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র–ও।
এদিন স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাজস্থানের রাজ্যপাল। রাজস্থানের সাংসদ ওম বিড়লা দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হয়েছেন যা রাজস্থানের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন কলরাজ মিশ্র। বিড়লার নির্দেশনায় গণতন্ত্র শক্তিশালী হবে বলেও আশাবাদী কলরাজ মিশ্র।