আগরতলা, ২৬ জুন: ১৩ নং ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির উদ্যোগে বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ আগরতলা এনএসআরসিসি হলে ওই ক্যাম্পের উদ্বোধন করেছোন শিলচর গ্রুপ কমান্ডেন ব্রিগেডিয়ার কপিল সুদ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর, কর্নেল বিনয় রাউথান সহ অন্যান্যরা।
এদিন কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর বলেন, আজকের এই ক্যাম্পে মোট ৪১০ জন জেডিডাব্লিউ এবং জেডি ক্যাডার উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্কুলের এনসিসির ছাত্র ছাত্রীরা উপস্থিত রয়েছেন। তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।