ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আলোচনা সবে শুরু। আরও দু-দিন রয়েছে আন্তর্জাতিক কনফারেন্সের। এতো বড় মাপের অর্থাৎ ব্যাপকতার সঙ্গে আন্তর্জাতিক মানের কনফারেন্সের আয়োজন সত্যিই উদ্যোক্তারা প্রশংসার দাবি রাখেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে মূলতঃ আজ, মঙ্গলবার ছিল ক্রীড়াবিজ্ঞান বিষয়ক তারকাদের হাট। ২৭ জুন পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। জ্ঞানগর্ভ আলোচনা হবে। সমৃদ্ধ হবেন শ্রোতারা। তবে আলোচনা থেকে বেরিয়ে আসা সিদ্ধান্ত সমূহ কার্যকরী করা হলে অবশ্যই সার্বিক ক্রীড়াঙ্গনে তার বিস্তর প্রভাব পড়বে। কমলপুর ডিগ্রী কলেজের উদ্যোগে, ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স এর উপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আজ মঙ্গলবার শুরু হয়েছে। সূর্যমনিনগরস্থিত ত্রিপুরা ইউনিভার্সিটির মহারাজা, বীর বিক্রম অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হচ্ছে। বলাবাহুল্য, আজকের সাইবার যুগে শারীরিক সুস্থতা ও যোগব্যায়ামের তাৎপর্যের গুরুত্বকে মাথায় রেখে কমলপুর ডিগ্রী কলেজের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে তিন দিনের এই বড়ো মাপের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের শিরোনাম “এডভান্স কনসেপ্টস অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স : ট্রান্সফর্মিং পারফরমেন্স, ওয়েলনেস এন্ড সোসাইটি”। এই সম্মেলন মূলত: ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের সহযোগিতায় এবং ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিল, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ও ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে। ধলাই জেলার কমলপুরে এই স্তরের সম্মেলন আয়োজনে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সম্মেলনের স্থান আগরতলার সূর্যমনিনগরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে তা সাফল্যমন্ডিত করে তোলা হচ্ছে। হয়েছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারপার্সন তথা কমলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. অভিজিৎ সরকার এবং সাংগঠনিক সম্পাদক তথা মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুবল চন্দ্র দাস প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৬৫ জন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
2024-06-25