BRAKING NEWS

মন্দিরে চোরের থাবা, সন্তোষী মায়ের মন্দির থেকে ৫ ভরি সোনার গয়না গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন:
ফের মন্দিরে চোরের হানা। সন্তোষী মায়ের গয়না নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর চক্রবর্তী পাড়ায়।

ঘটনার বিবরণের জানা যায়, প্রায় ৪০ বছর পুরনো সন্তোষী মায়ের মন্দির রয়েছে এক গৃহস্থের বাড়িতে। সেই বাড়িতেই সোমবার রাতের কোনো এক সময় হানা দেয় চোরের দল। মঙ্গলবার ভোরে বাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখতে পান সন্তোষী মায়ের মন্দিরে দরজা খোলা। মন্দিরের সব জিনিসপত্র এলোমেলো করে রাখা। ভেতরে গিয়ে দেখতে পান সন্তোষী মায়ের শরীরে থাকা প্রায় ৫ ভরি সোনার গয়না গায়েব। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *