ভোক্তা সচেতনতামূলক আলোচনাচক্র ভোক্তাদের নিজ নিজ দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: খাদ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুন : ভোক্তাদের নিজ নিজ দায়িত্ব, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। যে সমাজে ভোক্তারা যত বেশী সচেতন সেই সমাজ ও রাজ্য তত দ্রুত এগিয়ে যায়। অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ প্রতিরোধে সরকারের পাশাপাশি ভোক্তাদেরও এগিয়ে আসতে হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে ভোক্তা সচেতনতামূলক আলোচনাচক্র ও ওপেন ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

সদর মহকুমা প্রশাসন এই আলোচনাচক্র ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনাচক্র ও ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। যে দেশের মানব সম্পদ যতে বেশী সচেতন সে দেশ তত বেশী উন্নত। সে দেশের ভোক্তাদের অসাধু ব্যবসায়ীরা ঠকাতে পারেন না, প্রতারিত করতে পারেন না। ভোক্তাদের স্বার্থে রাজ্যে ইতিমধ্যেই ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে। এছাড়াও পশ্চিম, দক্ষিণ, ধলাই ও উত্তর জেলায় ৪টি ভোক্তা আদালত রয়েছে। রাজ্যের অন্য ৪টি জেলাতেও সরকার ভোক্তা আদালত গঠনের উদ্যোগ নিয়েছে।

এদিন তিনি বলেন, ভোক্তাদের যেমন নিজেদের অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। ক্রেতা স্বার্থ সুরক্ষায় মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকার।  ভোক্তাকে অধিকার রক্ষায় আরও সচেতন হতে হবে।

এদিন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ত্রিপুরা হাইকোর্টের মহামান্য বিচারপতি অরিন্দম লোধ, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, সদর মহাকুমার মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *