সাংসদ হিসেবে শপথ নিলেন বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী সিং দেববর্মা

আগরতলা, ২৫ জুন : সাংসদ পদে শপথ নিলেন বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী সিং দেববর্মা। এদিন পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ বিপ্লব কুমার দেব হিন্দিতে এবং পূর্ব ত্রিপুরা আসনে সাংসদ কৃতি দেবী সিং দেববর্মা ইংরেজিতে শপথবাক্য পাঠ করেছেন।

১৮তম লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। আজ সমস্ত সাংসদদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। লোকসভার সাংসদ হিসেবে বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী সিং দেববর্মা প্রথমবার নির্বাচিত হয়েছেন।