সবং, ২৪ জুন (হি.স.): সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের বিরুদ্ধে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। সোমবার সকালে সবংয়ের দশগ্রাম পঞ্চায়েতের মশাগ্রামে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, এখানে মদের দোকান চললে পরিবেশ নষ্ট হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তখন তাদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন স্থানীয়রা। মহিলারা জানিয়েছেন, মদের দোকানের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। বাইরের লোকজনের আনাগোনা বাড়ছে।
2024-06-24