নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.) : সোমবার বসেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। নিট–নেট বিতর্কে দেশজুড়ে চলা তোলপাড়ের ঝাপটা এসে লাগল অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই। প্রথামাফিক সোমবার অধিবেশনের প্রথমদিন নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই নিম্নকক্ষ জুড়ে ‘শেম, শেম’ স্লোগান ওঠে। নিজের আসন ছেড়ে প্রোটেম স্পিকারের আসনের পাশে যাওয়া পর্যন্ত বিরোধী বেঞ্চ থেকে লাগাতার স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, অধিবেশনের শুরুর দিনে সাধারণত শান্তিতে শপথবাক্য পাঠের পর্ব চলে। কিন্তু সেই শান্তিতে ব্যাঘাত ঘটলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই। বিরোধীরা একযোগে তাঁকে উদ্দেশ করে শেম শেম স্লোগান দিতে থাকেন। তাঁর আসন থেকে পোডিয়াম পর্যন্ত যেতে যতটুকু সময় লেগেছে, ততক্ষণ বিরোধী বেঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে লোকসভা কক্ষ। প্রসঙ্গত, রাহুল গান্ধী থেকে অন্যান্য বিরোধীরা ইতিমধ্যেই একযোগে নিট-ইউজি ও নেট-ইউজিসি নিয়ে সুর চড়াতে শুরু করেছে।

