জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.): সোমবার বসেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। মন্ত্রিসভার শপথগ্রহণ ও অধিবেশন শুরুর মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দুর্ঘটনা, নিট ও নেট-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরকারকে নিশানা করতে তৎপর বিরোধী শিবির। কিন্তু সোমবার সাংসদ হিসেবে শপথ নিয়েই বিরোধীদের সেই খোঁচার পালটা নিশানা করলেন নরেন্দ্র মোদী। নিজের ভাষণে জরুরি অবস্থার ‘কালো দিনে’র কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপে রাখার কৌশল নিলেন তিনি।

১৯৭৫ সালের ২৫ জুন দেশে ‘জরুরি অবস্থা’ জারি হয়েছিল। সোমবার সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সেকথা মনে করিয়ে দিলেন মোদী। তিনি বলেন, সংসদকে যাঁরা সম্মান করেন, তাঁরা দিনটি ভুলতে পারবেন না। ২৫ জুন সংবিধানের যে কালো দাগ লেগেছিল, মঙ্গলবার তার ৫০ বছর পূরণ হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবে না। আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ।