বিকানের, ২৪ জুন (হি.স.) : বলিউড তারকা মালাইকা অরোরা সোমবার বিকানেরে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করলেন।
শোরুমের উদ্বোধনে উচ্ছ্বসিত ভক্তদের উদ্দেশে মালাইকা বলেন, “আজ বিকানেরে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুম উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।
বিকানেরের এই নতুন শোরুম সম্পর্কে তথ্য দিতে গিয়ে, কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর রমেশ কল্যাণরামন বলেন, বিকানেরে আমাদের নতুন শোরুম চালু করার সাথে সাথে, আমরা একটি অনন্য ইকো সিস্টেম তৈরি করে আমাদের গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা মেটাতে চাই, যাতে তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত হবে ।