চণ্ডীগড়, ২৪ জুন (হি. স.): চণ্ডীগড়ের একটি শপিং মলে উল্টে গেল টয়ট্রেন। টয়ট্রেন উল্টে যাওয়ার পরপরই সেখানে বছর ১১-র এক শিশুর মৃত্য়ু হয়।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের একটি শপিং মলে টয়ট্রেন উল্টে গিয়ে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চলতে চলতে ইউটার্ন নেওয়ার সময়ই টয়ট্রেনটি উল্টে যায়। তার জেরেই পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ওই শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই ওই টয়ট্রেন চালানোর অনুমতিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং শপিং মলের টয়ট্রেন অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন চণ্ডীগড়ের ডিএসপি রাম গোপাল।