নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): নিট বিতর্কের মধ্যে ইউজিসি নেট বাতিল হওয়ার পর কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করবে সিবিআই। এবার নিট-ইউজি”র তদন্তভারও তাদের ওপর। উল্লেখ্য, এনটিএ প্রধানকে অপরাসণ করার পরই এই সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, শনিবারই দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। সেই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এনটিএ-এর ডিজি সুবোধ কুমার সিং-কে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরই জানা গেল, নিট কান্ডের তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআইকে।