রিয়াসি, ২৩ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং আমাদের প্রতিবেশী, যা সন্ত্রাসের রফতানিকারক, এ জন্য মরিয়া হয়ে উঠেছে। রবিবার এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের শত্রুর হতাশার লক্ষণ। আমাদের লক্ষ্য সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা। আমাদের অবশ্যই সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের খুঁজে বের করতে হবে, যারা তাদের আশ্রয় দিচ্ছে।
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা রবিবার এসটিসি তালওয়ারাতে জম্মু ও কাশ্মীর পুলিশের ১৬-তম বেসিক রিক্রুটমেন্ট ট্রেনিং কোর্স ব্যাচের পাসিং আউট প্যারেডে অংশ নেন। এখানেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে। তিনি আরও বলেন, যদি ভার্চুয়াল জগতে আপত্তিকর বিষয়বস্তু পরিবেশন করা হয়, তবে তা সামাজিক এবং প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করে… যদি একটি এলাকায় ৫-১০ জন অপরাধী থাকে, তবে তাদের মোকাবেলা করা কঠিন নয়। যাইহোক, ভার্চুয়াল জগতে যে পূর্ব-পরিকল্পিত প্রচার চালানো হচ্ছে তা আইনশৃঙ্খলার জন্য একটি চ্যালেঞ্জ।