নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। কিন্তু তা হবে না বলে জানিয়েছে কেন্দ্র। নিট-পিজি স্থগিত হওয়ায় এবার সরব হলেন রাহুল গান্ধী।
তিনি বলেন, এই সরকারের আমলে কীভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এটা তার আরেকটি উদাহরণ। পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিপদ এই সরকার। রাহুল গান্ধী এও বলেন, ত্যাগ, তপস্যা, পরিশ্রমের মাধ্যমে সাফল্য অবধি পৌঁছোতে পারে তরুণ-তরুণীরা। কিন্তু এই প্রশ্নফাঁস আর পরীক্ষায় দুর্নীতি তাঁদের হতাশা বাড়িয়ে তুলেছে। ইন্ডি জোটের বিরোধীরা এই তরুণ-তরুণীদের ন্যায়ের লড়াইয়ে পাশে আছে বলেও জানান রাহুল। এই বিষয়টি ব্যক্তিগতভাবে সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফের কবে নিট-পিজি পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো না হলেও, বলা হয়েছে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা স্থগিত করার কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরীক্ষায় যাতে কোনও রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবারই দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যে কমিটি গঠন করা হয়েছে সেটি নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে। একইসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখার দায়িত্বও তাঁদের ওপর দেওয়া হয়েছে।