রাঁচি, ২৩ জুন (হি.স.): “একটি গাছ মায়ের নামে” অভিযানের অঙ্গ হিসেবে রবিবার চারাগাছ রোপণ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির আইসিএআর-এ চারাগাছ রোপণ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
পরে তিনি বলেন, “ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের চরণে প্রণাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এখন থেকে শুরু হচ্ছে এক চমকপ্রদ অভিযান। বিজেপি কর্মীরা এবং জনসাধারণও এই অভিযানে যোগ দিচ্ছেন ‘এক পেড় মা কে নাম’। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী নিরাপদ হওয়া উচিত এবং সেই কারণেই পরিবেশ বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ… পরিবেশ বাঁচাতে আমরা সেই অভিযান শুরু করেছি।”