নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: দাবায় বিশ্ব দরবারে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করলো আরাধ্যা দাস। ব্যাক্তিগত এবং দলগতভাবে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক জয় করে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকার বাসিন্দা অনুজ কুমার দাস ও অঞ্জু রানী দাসের কন্যা আরাধ্যা দাস।
কাজাকিস্থানে অনুষ্ঠিত ২৬ তম এশিয়ান যুব দাবায় প্রতিযোগিতা ২০২৪ এ এই সাফল্য অর্জন করে আরাধ্যা দাস। এই প্রতিযোগিতায় ক্লাসিক্যাল দাবায় ব্যাক্তিগতভাবে ব্রোঞ্জ পদক জিতেন এবং ক্লাসিক্যাল দলীয়ভাবে সিলভার, এবং ব্লিস দলীয়ভাবে গোল্ড জিতেন। দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করে এই যুব দাবাড়ু আরাধ্যা দাস শনিবার রাজ্যে ফিরে এলে এম বিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার পরিবারের সদস্যদের পাশপাশি শুভাকাঙ্ক্ষীরা।
আরাধ্যা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই ভগবানকে ধন্যবাদ জানান এবং তার কোচের পাশপাশি সকলকে ধন্যবাদ জানান। আরাধ্যার এই সাফল্যে তার পরিবারের প্রত্যেকেই আনন্দিত এবং আগামীদিনে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য উনারা তাদের কন্যার জন্য যা যা করণীয় তা করতে প্রস্তুত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।