নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): বিশ্বে সুস্থতা ও সুখ নিয়ে এসেছে যোগ। জোর দিয়ে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তাঁর কথায়, যোগ বিশ্বজুড়ে একটি অনুপ্রেরণা, যোগের প্রতি উৎসাহ ও সচেতনতা তৈরি হয়েছে। শুক্রবার সকালে দিল্লিতে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং অন্যান্য কূটনীতিকরা আন্তর্জাতিক যোগ দিবসে যোগব্যায়াম করেছেন। নানা ধরনের যোগ অনুশীলন করেন জয়শঙ্কর।
পরে তিনি বলেছেন, যোগ বিশ্বজুড়ে একটি অনুপ্রেরণা, যোগের প্রতি উৎসাহ ও সচেতনতা তৈরি হয়েছে। অনেক রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের সহকর্মীরা যোগ অনুশীলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাতে আমি খুব খুশি হয়েছি…গত ১০ বছরে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা দেখতে পাচ্ছি, যোগব্যায়াম বিশ্বে কতটা সুস্থতা এবং সুখ নিয়ে এসেছে।”