আগরতলা, ২১ জুন : নতুন তিনটি ফৌজদারি আইন সম্পর্কে বিশিষ্টদের আলোচনার মধ্য দিয়ে আয়োজিত হল মিডিয়া কর্মশালা। আজ নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো-র উদ্যোগে আয়োজিত মিডিয়া ওয়ার্কশপে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে বলেন, আগামী ১ জুলাই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন ফৌজদারি আইন বলবৎ হতে চলেছে । এটা শোষক ও শাসিতের আইন নয়। এটা দেশের জনগন কর্তৃক ও নিজেদের জন্য তৈরি করেছে। ডিজিপি অনুরাগ বলেন, নতুন আইন কার্যকর হলে ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর, বিশেষ করে অমৃতকালে, দেশ ও তার নাগরিকেরা নিজস্ব আইন হতে চলেছে । দিল্লির নির্ভয়া মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের নিজস্ব আইন তৈরির প্রয়োজনীয়তা তখনি আমাদের চোখ খুলে দিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন তিন আইন দেশের প্রত্যেক নাগরিককে ন্যায়বিচার প্রদান করবে।
কর্মশালায় অপর প্রধান অতিথি রাজ্য পুলিশের মহানির্দেশক (গোয়েন্দা বিভাগ ) অনুরাগ তিনটি নতুন ফৌজদারি আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ১লা জুলাই থেকে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ামাত্র সামগ্রিকভাবে দ্রুত ন্যায়বিচার পাওয়া নিশ্চিত হবে এবং জনগণ জিরো এফআইআর- এর সুবিধা নিতে পারবে। তিনি বলেন, নতুন আইনের আওতায় জিরো এফআইআর দায়ের করার সুবিধা এই যে, প্রয়োজন হলে যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্তে বসে পুলিশের কাছে অভিযোগ বা এফআইআর দায়ের করতে পারবেন এবং ডিজিট্যাল মাধ্যমে, যেমন ই-মেইল সহ অন্য বৈদ্যুতিন উপায়ে অভিযোগদায়ের করতে পারবেন।
রাজ্য পুলিশের ইন্টিলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ নতুন তিনটি ফৌজদারি আইনের অন্যান্য মুখ্য দিকগুলি নিয়েও আলোচনা করেন। তিনি জানান, নতুন আইনের আওতায় বিচার ব্যবস্থার প্রতিটি পর্যায়ে অর্থাৎ মামলা গ্রহণের সময় থেকে শুরু করে এবং আদালতের রায় ঘোষণা অব্দি প্রতিটি ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনুরাগ বলেন, নতুন আইন কার্যকর হলে ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে।
অনুষ্ঠানে আলোচনায় রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী বলেন, নতুন তিন আইনে বেশকিছু ভাল পরিবর্তন করা হয়েছে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ প্রতাপ সিং ভাষণে বলেন, ব্রিটিশ আমলের আইন এখন পরিবর্তন হচ্ছে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডঃ নচিকেতা মিত্তল সব শেষে আলোচনায় নতুন তিন আইনের সুবিধা সম্পর্কে অবহিত করেন। শুরুতে স্বাগত ভাষণ দেন পিআইবি- আগরতলা কার্যালয়ের উপ অধিকর্তা শুভাশিস চন্দ। পিআইবির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সহযোগিতায় ছিল রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি ও ত্রিপুরা সরকারি আইন কলেজ।
কর্মশালা শেষে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা আইনের ছাত্রছাত্রী এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন । কর্মশালায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিক, ত্রিপুরা জুডিশিয়াল অ্যাকাডেমির উপ-অধিকর্তা সুরভী সাগর এবং ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি ও ত্রিপুরা সরকারি আইন কলেজের ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।