আগরতলা, ২১ জুন: শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, রাস্তা সংস্কার সহ আট দফা দাবী আদায়ের লক্ষ্যে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ইছবপুর শাখা কমিটির সদস্যরা।
ডেপুটেশন প্রদান করার পূর্বে রীতিমতো দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন। মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির স্থানীয় নেতা সুরমান আলী, প্রীতম সিনহা, হাছনা বেগম, সন্ধ্যা দেব, রাখাল পাল, উমর আলী সহ আরও অনেকে। ডেপুটেশন শেষে সুরমান আলী সংবাদ
জনৈক নেতা জানিয়েছেন, ২০২৩ সালের দূর্গা পুজোর প্রাক্কালে ইছবপুর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত শ্রমিকদের দিয়ে রেগার কাজ করানো হয়েছিল। সেই কাজের মজুরি আজও দেওয়া হয়নি। সেই মজুরি আদায় করার জন্য বহুবার প্রশাসনের দারস্থ হবার পরও আজ অব্দি শ্রমিকরা রেগার মজুরি পাননি। খুব শীঘ্রই শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাংশ শ্রমিকদের দিয়ে রেগায় চুক্তিবদ্ধ ভাবে কাজ করানো হচ্ছে যা সম্পুর্ন বেআইনী বলে জানান। এভাবে চুক্তিবদ্ধ ভাবে কাজ করিয়ে গ্রামে মাইকিং করে প্রচারের মাধ্যমে গ্রামের সমস্ত শ্রমিকদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সামাজিক ভাতা প্রদানে অনিয়ম করা হচ্ছে। প্রকৃত ভাতা প্রাপকদের সামাজিক ভাতা দিতে হবে এবং ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাজিক ভাতা আদায় করতে শাসক দলের নেতাদের ঘুষ দিতে হয় বলেও জানান সুরমান আলী।
তাছাড়া, সাম্প্রতিক কালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেংগে পড়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সেইসব রাস্তা গুলো খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করতে হবে। তাছাড়াও ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কালভার্ট ভেংগে পড়েছে। সেইসব কালভার্ট গুলো নতুন ভাবে খুব শীঘ্রই নির্মান করতে হবে। আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের পূর্বে প্রকাশ্যে মিছিল করে ডেপুটেশন প্রদান করায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাবে বলে অনেকেরই অভিমত।