নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): সুপ্রিম কোর্ট আবারও নিট-ইউজি ২০২৪ কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে অস্বীকার করল। পাশাপাশি নিট পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। একইসঙ্গে আগের আবেদনগুলির সঙ্গে নতুন আবেদনগুলি ট্যাগ করে এবং ৮ জুলাই শুনানির জন্য পোস্ট করেছে সুপ্রিম কোর্ট।
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার নিট-ইউজি কাউন্সেলিং প্রক্রিয়ায় শুক্রবার স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এবিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৮ জুলাই।