ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহনপুর। সিনিয়র স্টেট মীট এলিট ক্রিকেটে বি গ্রুপে মোহনপুর আজ, শুক্রবার ৩ উইকেটের ব্যবধানে সোনামুড়া কে পরাজিত করেছে। প্রথম ম্যাচে সদরের সঙ্গে বৃষ্টির কারণে নো-রেজাল্ট ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে কিছুটা হতাশ হলেও মোহনপুর স্বপ্ন দেখছে মূল পর্বে খেলার। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে টিসিএ আয়োজিত ম্যাচে আজ সোনামুড়া ব্যাটিং ব্যর্থতার দায়ে পুনরায় হারতে হয়েছে। পর পর তিন ম্যাচে হেরে এবারকার মত সোনামুড়া অনেকটাই পিছিয়ে। সকাল ন’টায় ম্যাচ শুরু হতে টস জিতে মোহনপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সোনামুড়া ২৬ ওভার খেলে ১০১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরিন্দম বর্মন একাই মারকুটে ব্যাট চালিয়ে সর্বাধিক ৬৪ রান সংগ্রহ করে। ৪২ বল খেলে দুটি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অরিন্দম ৬৪ রান পায়। মোহনপুরের বোলার সন্দীপ সরকার ১৪ রানে চারটি এবং দীপেন বিশ্বাস ১৪ রানে তিনটি উইকেট তুলে নেয়। সোনামুড়া দলে অরিন্দম ছাড়া আর কেউ তেমন ব্যাট হাতে দাঁড়াতে পারেনি বলে দলীয় স্কোর তেমন সমৃদ্ধ হয়নি। পাল্টা ব্যাট করতে নেমে মোহনপুর ৩৩.২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আকাশ দেব এর ২৫ রান এবং অজয় সরকারের ২১ রান উল্লেখ করার মতো। সোনামুড়ার রাজীব সাহা, অমরেশ দাস ও বিকাশ মজুমদার দুটি করে উইকেট পেয়েছে। বোলার দিপেন বিশ্বাস পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব। দিনের খেলা: সকাল ৯ টায়, ধর্মনগর কলেজ গ্রাউন্ডে কৈলাশহর বনাম বিশালগড়।
2024-06-21