কেজরিওয়ালের জামিনের নির্দেশে ইডি স্থগিতাদেশ চাওয়ায় গর্জে উঠলেন স্ত্রী সুনীতা

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): তাঁর স্বামীর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যেন তিনি একজন ‘জঙ্গি’। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর হওয়া রায়ের বিরুদ্ধে ইডি আদালতে আবেদন করতেই তোপ দাগলেন সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা বলেন, আদালতের ওয়েবসাইটে তাঁর স্বামীর জামিন মঞ্জুর হওয়ার রায় আপলোড হওয়া আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরোধিতা করে। রায় আপলোড হওয়ার আগেই তাকে চ্যালেঞ্জ করে ইডি আদালতে যায় বলে দাবি করেন কেজরিওয়াল-পত্নী।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার দুপুরের মধ্যেই তাঁর জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল। তবে ইডি ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এবং জামিনের বন্ডে স্বাক্ষরের জন্য ৪৮ ঘণ্টা সময় দাবি করে। এতেই আটকে গেছে কেজরির মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *