কলকাতা, ২১ জুন (হি.স.) : রাজ্যে আইন শৃঙ্খলার অবনতিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ভোটের পর রাজ্যে একাধিক জায়গায় হিংসা দেখা গিয়েছে। বিরোধী দলের কর্মীদের ওপর হামলার ঘটনা দেখা গিয়েছে। এর মধ্যে কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি দেখা করতে পারেননি। রাজভবনের গেটেই আটকে দেয় পুলিশ। রাজ্যপাল নিজেই কর্মীদের সঙ্গে দেখা করেন। বোস নিজেও অভিযোগ করেন, রাজভবনে কলকাতা পুলিশের প্রহরায় নিরাপদ বোধ করছেন না তিনি। এরপরেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বোস।