জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি

আগরতলা, ২১ জুন: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নিজেদের দুপক্ষের মধ্যে মারামারিতে অবশেষে মামলা গড়ালো ধর্মনগর আদালতে। এই ঘটনায় জয়রুন বিবিসহ তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিলো তারাই ভাই মইনুল হক ও মকলিছুর রহমান বলে গুরুতর অভিযোগ। 

এমনকি জয়রুন বিবি স্কুলের কুকারের কাজ করতে গেলেও তাকে মারধর করে বের করে দেওয়ায় আদালতে মামলা করেন তিনি। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন ডুপিরবন্দ গ্রামে। ঘটনা এখন থেকে ছয় মাস পূর্বের।

জয়রুন বিবি জানান,ডুপিরবন্দ গ্ৰামের ৫নং ওয়ার্ডে তার পিতৃ সম্পত্তি সকল ভাই বোনদের মধ্যে যথারীতি ভাগ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে উনার নয় শতক জায়গা ভাই ময়নুল হক ছাড়তে রাজি না হয়ে উল্টো জয়রুন বিবি সহ উনার পরিবারের উপর রড,লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মাতব্বরদের নিয়ে মীমাংসার জন্য বৈঠকও হয়।তাতেও ফল কিছু হয়নি।এই ঘটনায় রক্তারক্তি কান্ড সংঘটিত হওয়ায় প্রাণের ভয়ে তৎকালীন সময়ে অন্যত্র চলে যায় জয়রুন বিবির পরিবার। পরবর্তী সময়ে যখন আবার নিজের বাড়িতে যান তখন পূনরায় হামলা চালায় বলে অভিযোগ মইনুল হক সহ মোট সাত জনের বিরুদ্ধে।

 এ ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ একটি বারের জন্য মামলা নেয়নি উল্টো তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেন জয়রুন বিবি। অপরদিকে তিনি ডুপিরবন্দ এলাকায় একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কুকারের কাজ করেন। সেখানেও উনার কর্তব্যস্থলে গিয়ে ময়নুল হক সহ উনার সাঙ্গপাঙ্গ ও নিকট আত্মীয়রা একাধিকবার হামলা চালায় বলে জয়রুন বিবি প্রথমে ধর্মনগর বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে জানান। 

পরে এই ঘটনার বিবরণ দিয়ে তিনি ধর্মনগর আদালতেও সিআর৬৮/২০২৪ নম্বরে একটি মামলা করেন। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তিনি নিজের কর্তব্যস্থলে যেতে পারছেন না প্রাণ সংশয়ের ভয়ে। কিন্তু এই বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ায় তিনি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করছেন।

তাছাড়াও বর্তমানে প্রায় ছয় মাস ধরে নিজেরা বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করায় তাদের ঘরে থাকা সমস্ত দামী আসবাবপত্র থেকে শুরু করে সর্বত্রই হাতিয়ে নেয় মইনুল হক ও তার ছেলেরা এমনই গুরুতর অভিযোগ করেন তিনি। এখন সার্বিক বিষয়ে তিনি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন।