আগরতলা, ২০ জুন: আগামীকাল ১০তম আন্তর্জাতিক যোগা দিবস। যোগা দিবসকে কেন্দ্র করে পশ্চিম জেলা যোগা এসোসিয়েশনের উদ্যোগে ও প্রদেশ আয়ুষ মিশনের সহযোগিতায় শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এদিনের র্যালিটি এগিয়ে চল সংঘ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।আজকের রেলিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিংকু রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, মিশন অধিকর্তা রাজীব দও, যুগ্ম অধিকর্তা বিনয় ভৃষন দাস সহ অন্যানরা।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিংকু রায় বলেন, যোগা খেলাধূলার একটা বড় অংশ। যোগা একটি প্রাচীন পরম্পরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে ১৭৭টি দেশ বিশ্ব যোগা দিবস পালন করে আসছে।
এদিন তিনি আরও বলেন, মন ও শরীরকে সুস্থ রাখতে যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রতিবছর ২১ জুন যোগা দিবস পালন করলে হবে না। দৈনন্দিন জীবনে যোগাকে গুরুত্ব দিতে হবে।