নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালি, ২০ জুন: লংতরাইভ্যালি মহকুমার,ছামনু ব্লকের অধীন ছামনু থেকে থালছড়া-গোবিন্দবাড়ি রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে যানচলাচলে ভীষন সমস্যা হচ্ছে বলে ঐ এলাকার সাধারণ জনগণের অভিযোগ।
পাশাপাশি গাড়ি চালকেরা জানান যে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এক নাগাড়ে বৃষ্টির পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কার নেই। থালছড়া গোবিন্দ বাড়ি এলাকায় রেশনের চাল পযর্ন্ত নিয়ে যেতে সমস্যা হচ্ছে। শুখা মরশুমে এই জরাজীর্ণ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চাল বহন করে নিয়ে যেতে পারলেও বর্ষার মরশুমে কষ্টকর হয়ে দাঁড়ায়।
যার ফলে রেশন সামগ্রী সঠিক সময়ে পাওয়া যায় না। প্রতিদিনই ঐ এলাকার গিরিবাসীরা বহু কষ্ট করে ছামনুবাজারে নিজেদের প্রয়োজনেই আসতে হয়। রাস্তা সংস্কারের ব্যাপারে কারো নজর নেই। এমনকি নাতিন মনু সহ বিভিন্ন পাড়ায় যাবার যে রাস্তা ছিল তার ভগ্নদশা অনেক পাড়াতেই গাড়ি যাবার জন্য রাস্তা নেই। দশ থেকে পনেরো কিমি রাস্তা পায়ে হেঁটে নাকি যাতায়াত করতে হয়। তাই থালছড়া, গোবিন্দ বাড়ি, নাতিন মনু সহ ঐ সব এলাকার গিরিবাসীদের দাবি যে ছামনুথেকে থালছড়া গোবিন্ বাড়ির রাস্তাটি অতিসত্বর সংস্কার করা হউক। যাতে বর্ষার মরশুমেও গাড়ি যাতায়াত করতে পারে।