নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২০ জুন: আজ বিএসএফ ১০৯ নম্বর ব্যাটেলিয়ান বগাফা হেডকোয়ার্টার এর উদ্যোগে বিলোনিয়া মহকুমার ঋষমুখে সীমান্ত এলাকার বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে গ্রাম প্রধান পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় গ্রামবাসীদের নিয়ে কো-অর্ডিনেশন মিটিং বা সমন্বয় বৈঠক করা হয়। ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কমিউনিটি হলে এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ত্রিপুরা শাখার আই জি প্যাটেল পিয়ুষ পুরুষোত্তম দাস।
এছাড়াও ছিলেন বিএসএফ উদয়পুর বিভাগের ডিআইজি অনিল শর্মা এবং বিএসএফ ১০৯ নম্বর ব্যাটেলিয়ান বগাফা হেডকোয়ার্টারের সেকেন্ড ইন কমান্ডেন্ট দিলীপ কুমার। এই বৈঠকে আইজি সীমান্ত এলাকার জনগণের কাছ থেকে তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। সকলে জানায় যে এই ঋষ্যমুখ এলাকার বেশিরভাগ লোক কৃষিজীবী। কৃষি জমির বেশিরভাগ অংশই তারকাটার ওই পাড়ে রয়েছে। চাষবাস করতে হলে বিএসএফকে গেইট খুলে দিতে হয়। আর সেখানেই বাঁধে-বিপত্তি। গেইট খোলা এবং বন্ধ করার সময় নিয়ে আইজির কাছে অভিযোগ করেন গ্রামবাসীরা। সেই সাথে গেট পাস এবং জনগণকে অযথা বিএসএফ হয়রানি করে বলে অভিযোগ তোলেন।
আইজি মনোযোগ দিয়ে মানুষের কাছ থেকে উঠা অভিযোগগুলি শুনেন এবং আগামী দিনে এই বিষয়গুলি মানবিকভাবে দেখে সরলীকরণ করে নানান সুবিধার কথা বলেন এবং সকলকে যথাসময়ে গেইট খোলার বিষয়ে আশ্বস্ত করেন। সহহার্দ্যপূর্ণ বৈঠকে উভয়পক্ষ সন্তোষ ব্যক্ত করেন। এই সমন্বয় বৈঠক প্রসঙ্গে আইজি প্যাটেল পিউষ পুরুষোত্তম দাস বলেন স্থানীয় বিওপির অফিসারদের সাথে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সোহার্দ্যপূর্ণ আলোচনা আজ ফলপ্রসু হয়েছে। সীমান্তে শান্তিসংখলা বজায় রাখতে গেলে স্থানীয় জনগণের সহযোগিতা খুবই প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।