বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে সরব হল এসএফআই – টিএসইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে সরব হল এসএফআই – টিএসইউ। এক বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাম ছাত্র সংগঠন।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাদপ্তর সম্প্রতি ফের একবার ছাত্র কম অজুহাত তুলে বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়ে পাশের স্কুলের সাথে একত্রীকরণ করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই জেলা ভিত্তিক নির্দিষ্ট কিছু স্কুলকে চিহ্নিত করে তালিকা তৈরী করে নেওয়া হয়েছে। বিজেপি সরকারের নির্দেশ মতো অতিদ্রুত চিহ্নিত স্কুল গুলি বন্ধ করে দেওয়া হবে।

বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা আরো বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে থাকা ১৬০ টি স্কুলকে একত্রীকরণ করার জন্য চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ১৬০ টি স্কুলে ৩৩০৭ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অতি স্পর্শকাতর এই স্কুল গুলিকে সর্বোচ্চ ৫ কিলোমিটার দূরবর্তী স্কুলের সাথে সংযুক্তিকরণের পদক্ষেপ করা হয়েছে। কিন্ত একত্রীকরণের জন্য চিহ্নিত ৯৫ টি স্কুলের কোনো সড়ক পরিবহন ব্যবস্থা পর্যন্ত নেই। রাজ্যের অন্যান্য জেলা গুলিতেও স্কুল একত্রীকরণ জন্য লম্বা তালিকা তৈরী করা হয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ এই সিদ্ধান্তকে চূড়ান্ত ছাত্র বিরোধী এবং সর্বোপরি গণশিক্ষার পরিপন্থী বলে অভিহিত করেছে।
পাশাপাশি রাজ্য সরকারের স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে এসএফআই – টিএসইউ তীব্র ধিক্কার জানিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার হুশিয়ারিও দিয়েছেন নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *