স্পোর্টস স্কুল:- ৩
জম্পুই জলা:- ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্রেয়ার হ্যাটট্রিক। দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা ত্রিপুরা স্পোর্টস স্কুলের। খেলা মহিলা লীগ ফুটবল। তাও প্রথম সারির দল শক্তিশালী জম্পুইজলা প্লে সেন্টারকে তিন গোলের ব্যবধানে হারিয়ে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগের কাগজে-কলমে দ্বিতীয় ম্যাচ হলেও পরিবেশ পরিস্থিতির কারণে বুধবার সকাল আটটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবেই অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক মাঠে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২০ মিনিটের মাথায় প্রথম গোল শ্রেয়া দেব-এর। পাল্টা আক্রমণে জম্পুইজলা প্লে সেন্টারের মেয়েরা চেষ্টা চালিয়ে গেলেও কার্যত গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। উপরন্ত ১২ মিনিট বাদে শ্রেয়ার দ্বিতীয় গোল এবং প্রথমার্ধে স্পোর্টস স্কুল ২-০ গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধে জম্পুইজলা প্লে সেন্টারের মেয়েরা রক্ষণভাগ ছাপিয়ে কিছুটা আক্রমণাত্মক খেললেও গোল ব্যবধান কমানোর সুযোগ পায়নি। উপরন্ত খেলার ৬৮ মিনিটের মাথায় শ্রেয়া তার তৃতীয় গোলটি করে একদিকে যেমন দলকে ৩-০ তে এগিয়ে দেয় অপরদিকে তার হ্যাটট্রিকও সেরে নেয়। পরবর্তী সময়ে আক্রমণ, প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা চলেছে। তবে জালে বল জড়ানোর চতুর্থ কোনও ঘটনা হয়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, লিটন সাহা, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে।