নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুন: ঊনকোটি জেলার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এ বছর ৭৫ বছরে পদার্পণ করছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেজন্য প্রস্তুতি জোর কদমে চলছে। এই উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক রক্তদাতা রক্তদানে আগ্রহ প্রকাশ করেছেন।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা: পিনাকী পাল জানিয়েছেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে বর্ষ ব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে প্লেটিনাম জুবিলি। সমাপন হবে ১লা সেপ্টেম্বর ২০২৫সাল।১৯৫০সালে তাপস চৈতন্য মহারাজ ৪জন ছাএ ও ৪জন শিক্ষককে নিয়ে রামকৃষ্ণদেবের নামে মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন। প্রথম অধ্যক্ষ ছিলেন সচিদানদ ধর। আজ যা মহিরুপে মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাজ্যের দ্বিতীয় স্থাপিত কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়। রাজ্য ও বহির রাজ্যের অনেক ছাত্র ছাত্রী এই কলেজ থেকে পড়াশোনা করে আজ উন্নতির শিখরে পৌঁছেছেন।
অধ্যক্ষ ডাঃ পিনাকী পাল জানান, বর্তমানে কলেজের ছাত্রছাত্রী সংখ্যা ৩০৩৩ জন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলি পালনের প্রস্তুতি চলছে। ৭৫ বর্ষ পালনে প্রকাশিত হবে স্মরণিকা। তাতে লিখবেন প্রাক্তন ছাত্রছাত্রী সহ সমাজের জ্ঞানী গুণীজনরা। এই কলেজে উনকোটি জেলা উওর জেলা ধলাই জেলা তো বটেই এমনকি আগরতলা উদয়পুর সোনামুড়া সাবরুম সহ বিভিন্ন স্থানের ছাএরা এসে পড়াশুনার সুযোগ পেত। তাই প্লাটিনাম জুবিলি পালনের খবর শুনে প্রাক্তন ছাত্র ছাত্রীরা খুশিতে উচ্ছসিত।
এই কলেজের ছাত্র বিধায়ক বীরজিত সিনহা ও মন্ত্রী সুধাংশু দাস ,প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও আরো অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী রয়েছেন যারা সমাজ জীবনে এবং প্রশাসনিক জীবনে উন্নতির শিখরে পৌঁছেছেন। এই কলেজের ছাত্র সঞ্জীব চৌধুরী একসময় এই কলেজে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। সন্জীব চৌধুরী জানান আগামী ৩০শে আগষ্ট এই উপলক্ষে কলেজ ছাত্র ছাত্রী ও অধ্যাপক প্রাক্তন ছাত্র মিলে রেলি অনুষ্ঠিত হবে ।