গবাদি পশু চুরি করতে এসে আটক দুই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ শে জুন: মঙ্গলবার বিকেলে বিলোনিয়া থানার পুলিশের হাতে আটক ২ গরু চোর। এরা হলো শান্তির বাজার মহকুমাধীন রামরাইবাড়ী এলাকার শাহজাহান মিয়া এবং সোনামুড়া মহকুমাধীন মেলাঘর এলাকার মিজান মিয়া,কুখ্যাত গরুর চোর হিসেবে পরিচিত এই মিজান। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা।

ঘটনার বিবরনে জানা যায় গত ১১ ই জুন রাত্রিবেলায় বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীৎ নাগের বাড়ি থেকে টি আর ০৭ জি ০২৭৮  নম্বরের ইকো গাড়ি করে ৪টি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল।

গরু চুরির ঘটনা টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দেয় সঞ্জিৎ নাগের পরিবারের লোকজন।  সঙ্গে সঙ্গে পুলিশ বেরিয়ে ইকো গাড়ির পিছন ধাওয়া করতে শুরু করে এর মাঝে খবর দেওয়া হয় বিভিন্ন থানায়।

শেষমেষ উদয়পুরের কাকরাবন এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সম্ভব হয় পুলিশ। কিন্তু গাড়ি আটক করলেও আটক করতে পারেনি চোরের দলটি কে। এদিকে পুলিশ ঘটনার তদন্তে বেরিয়ে শাহজাহান মিয়া এবং মিজান মিয়াকে আটক করতে সক্ষম হয়।  পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৮২(এফ) ধারায় মামলা নেয়। যার মামলা নম্বর৪১/২০২৪, বুধবার সকালে এই দুই গরু চোরকে সোপর্দ করা হয় বিলোনিয়া আদালতে, আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *