আগরতলা, ১৯ জুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় এলাকায় বাসিন্দা সাধন চৌধুরীর বাড়িতে শ্রমিক বাসুদেব দাস (৪০) কাজ করতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো আজ ও কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় মোটর চালাতে গিয়ে আচমকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন বাসুদেব। তাঁর সহ শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্হানীয় মানুষ জড়ো হয়েছে। সাথে সাথে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।