নেশা বিরোধী অভিযানে ১৬৭০ বোতল এসকফ উদ্ধার

সোনামুড়া, ১৯ জুন: গতকাল গভীর রাতে এক বাড়িতে অভিযান চালিয়েছে সোনামুড়া থানার পুলিশ। অভিযানে বাড়ি থেকে ১৬৭০ বোতল এসকফ উদ্ধার করা হয়েছে। কিন্তু বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে খবর আসে সোনামুড়া থানাধীন কলবাড়ি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ১৬৬০ বোতল এসকফ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক আট লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। ওই অভিযানে বাড়ির মালিক আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়নি সোনামুড়া থানার পুলিশ।  বাড়ির মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এনডিপিএস ধারায়  মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *