নবনির্মিত জাতীয় সড়কের বেহাল দশা, পুনরায় নির্মাণের দাবী স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুন:
ধর্মনগর কৈলাসহর এবং কৈলাসহর  কুমারঘাট জাতীয় সড়ক সামান্য বৃষ্টিতেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। যে কোন সময় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। প্রশাসনের কর্মকর্তারাও সবকিছু দেখে শুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

উনকোটি জেলাবাসীর স্বপ্নের জাতীয় সড়ক বছরের শুরুতেই বৃষ্টিপাতে তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে। ধর্মনগর থেকে কৈলাসহরগামী ও কুমারঘাট থেকে কৈলাসহরগামী দুটি জাতীয় সড়কই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কের পাশে যে মাটি আটকানোর জন্য সাইড ওয়াল দেওয়া হয়েছিল। সড়কের কোথাও কোথাও তা ভেংগে পড়েছে। যেকোনো সময় জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।সড়কের পাশে জল নিস্কাশনী ডেইন নেই । এপাশ থেকে ওপাশে সড়কের উপর দিয়ে জল গড়িয়ে আরেক পাশে এসে জল পড়ছে।

কুমারঘাটগামী জাতীয় সড়কের কোথাও কোথাও সড়কের মাঝ বরাবর ফেটে গেছে। নির্মান কারী সংস্থা এতই নিম্ন মানের নির্মান কাজ করেছে সে  সম্পর্কে  কেউ খবর রাখেনি। এখনো বছর পুর্ণ হয়নি দুটি সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বছরের শুরুতে বৃষ্টির ফলে সড়ক দুটির দফারফা অবস্থা। সড়কের দুই পাশে জল নিস্কাশনী ডেইন না দিলে সড়ক রক্ষা করা যাবে না বলে  ইঞ্জিনিয়ারদের অভিমত।

শত শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সড়ক দুটি। কিন্তু বছরের শুরুতেই বৃষ্টিতে  সড়ক দুটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এবিষয়ে উনকোটি জেলার জেলা শাসক জানিয়েছেন  নির্মানকারী সংস্থা এখনো সড়ক সরকারীভাবে তুলে দেয়নি। সড়ক খারাপ হলে সংস্থা ফের মেরামত করবে। অবিলম্বে সড়কটি পুনরায় মেরামতির ব্যবস্থা গ্রহণ করা না হলে এই জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়তে বাধ্য হবে। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *